গুরুর চর‌ণে
-----রমেন মজুমদার
(চতুর্দশপদী)
লহ সন্মা‌নে আমা‌রে প্রভূ চি‌ত্তে তব
যু‌গে যু‌গে প্রস্ফু‌টিত সদ্য পুষ্প নব--
এসো ত‌বে, মম দে‌শে ল‌হিয়া আশিস
মাঠপূর্ণ ভরা শস্যের--ধা‌ন্যের শীষ ।

তু‌মি ছি‌লে, আছ প্রা‌ণে; ব‌ঙ্গের বিজ‌নে
প্রণ‌মি প‌দে তব ;  আজন্ম মম প্রা‌ণে---
কি সুখ ল‌হি আজি !‌তোমা বিনা হেথায়
চির শস্য কর্মমা‌ঝে সঙ্গীত আলোয়
ধ‌রে‌ছিনু প্রাণ খা‌নি; তোমা‌রি দয়ায়--
হর‌ষিত হৃদ চি‌ত্তে---ক‌বি প্র‌তিভায় ।

এসো প্রভূ কা‌লেকা‌লে এ'মা‌টির কো‌লে
বিরা‌জিত সুখ প্রা‌ণে ধ‌রিও বির‌লে---;
এনে দাও সর্ব‌ জ্যো‌তি ধীর তব দা‌নে,
গুরু প‌দে ভ‌ক্তি মোর;-‌তোমা‌রি চর‌ণে।
দিঘা হতে ৩১/৮/১৯