গোলাপ সুন্দরী
-----
১৩/১১/২৪
প্রেমের অপূর্ব রঙ গোলাপের গন্ধ
অতুল্য জগৎ ব্যাপী তুলনা যে নাই,
প্রেম নিবেদনে তার,নেই কোন সন্দ,
যুবক- যুবতী জপে;গোলাপে সুধাই।
লাগেনা পূজ্যতে তারে,তবুও দেমাক!
শ্রীতে তার হার মানে প্রেমে অগ্রভাগ...
প্রেমের দিবসে কদর যৌবতী যৌবনে,
তাই সে গোলাপ গর্বে নন্দন কাননে।
তোমারে ভজে সবে,যত্ন করে গাছে;
কেহবা টবের করে গৃহ মধ্যে রাখে..
জলদানে আদরেতে,শুভ্রগন্ধ মাখে,
দেখিয়া দেখিয়া সুখ;পায় কেহ পাছে।
বিলাসের অঙ্গতুমি রঙে রঙে পূর্ণ,
লাল-নীল-শ্বেত শুভ্র মোহিত নন্দন
নারীর বিলাসে ভাসো অন্যে করো চূর্ণ,
তাইতো গোলাপে ভজি,আনন্দিত মন।
দেবতা আশিসে তুমি শোভ নন্দ বন,
পূজা বিনে যত্রতত্র তোমা ভজে সবে,
হৃদয় দোলাইয়া যে,সুখী করো মন;-
শ্রেষ্ঠ রাজ গোলাপের তিলোত্তমা ভবে।।
--------
#রমেন_মজুমদার