ঘুমিয়ে থাকা অন্তর
--- রমেন মজুমদার
২৪/০৭/২৪ ইং।
--
বেগতিক জীবনে কবিতা শুয়ে থাকে অন্তরে
শব্দের পেলব মিশে যায় প্রতিটি শিরায় শিরায়;
জীবনকে ছুঁয়ে দেখা যায় আকাশের মতো,
জীবন মোহনায় কাঙ্খিত রস-গন্ধ-সুখ চায়
স্বস্তিক নিদ্রা।
আলুলিত মোহনার তীরে দেখি কত উষ্ণতার ঘ্রাণ!--
মেঘবালিকার ক্রোড় জুড়ে নৈতিক প্রক্ষালন
বিদ্বেষ করে অহমিকা!
যে রক্ত বারবার চাহিত সুখে নিঃশ্বাস ফেলে
নীতির নির্বাণ করে আপন শিরায়।
একরাশ মুগ্ধতার সমন্বয়ে ক্ষুধার মন্বন্তর টানে ইতি...
প্রেম মোহতায় পরাজিত হয়ে আঁচড় কাটে রক্তের লালায়--
সে জানতে চায়না জীবন কতদূর তার প্রসার!
অনাহুত নয়নতারায় ঢেউ খেলে নিশাচর।
আজ আর নয়,
পরাভূত ঐচ্ছিক ভাবনায় মৃত হয় মন!
ঘুমিয়ে থাকা মনে আলোকিত সুখ চায় না
জৈবিক জড়তা!--
পারলে এসো, কাঙ্খিত কামনায় বাঁধ দিয়ে
ক্ষুধাতুরকে কাছে টেনে লই।
------