ফুল ও বৃক্ষ
----
কলমে- রমেন মজুমদার,পিএএসপি-০১১
তারিখ-02/06/24
---
----
ফুল বলে বৃক্ষ তুমি মাতৃসম ভবে,
তোমার আশিসে আমি বড়ই সুন্দর;
দিই ঘ্রাণ মধু ফলে; কত সে আদর-
ছায়াহীন বৃক্ষতলে কে দাঁড়ায় কবে।

আমি যে পূজ্যের তরে শায়িত মন্দিরে,
যতনে লাগায় বৃক্ষ; মন যার ভালো...
জল-মাটি সূর্য-রশ্মি দেয় তারে আলো;
ফুল হয়ে সর্ব কাজে সিক্ত হই ধীরে।।

ধরণী উপরে আমি শ্রেষ্ঠ ফুল হই...
পূজ্যদান,পিণ্ডদান; সর্ব সিদ্ধি সুখে!
মানুষ কল্যাণে লাগি,মরণেও দুখে!!
বৃক্ষ হতে পুষ্প আমি চিরদিন রই।।

ফুল-বৃক্ষ ছায়া-ঘ্রাণ অঞ্জলি মন্দিরে;
মানুষের মন রয় আমার ভিতরে।।
-----সমাপ্ত।।