ফিরাও তোমার দক্ষিণ হাওয়া
------
রমেন মজুমদার
06/08/24
পারলে ফেরাও শেষ অধিকার
তোমার ক্ষতির পাওনা যত,
দীর্ঘ শ্রমের নিখুঁত ফসল...
বিবর্ণতায়.- শ্রী'ও ক্ষত!!
ঝরছে অশ্রু মায়ের চোখে
সন্তান হারা মায়ের কোল!
পুড়ছে যত দ্রোহের জ্বালায়
বলছে কেহ জয় হরিবোল।
বঙ্গবাসীর সন্তান তোমার...
শিরশ্ছেদের খড়গ হামার
বোঝেনা সেই অবুঝ সন্তান
ঘৃণায় মোছে স্বত্ব তাহার।
বুকের রক্ত এত কালেও
যায়নি মোছা হিংসার ফাল!
বিষাক্ত এক বোশেখী ঝড়
ভাঙল যত গাছের ডাল।
বন্ধ করো আস্ফালনের
ধার করা সব বুলির গুলি!
জ্ঞান হারিয়ে নিজের চোখেই
পড়লে বুঝি গবোধ ঠুলি।
ফিরাও তোমার দখিন হওয়া
শীতল জলে স্নান করে নাও;
হিসাব করে পাওনা কড়ির
তুল্য-মূল্য ফিরিয়ে দাও।।
-----