ইতিবৃত্ত
-----
(চতুর্দশপদী)
--
আট-ছয় শব্দ জোড়া শব্দের বসতি
শব্দ দিয়ে শব্দ বাঁধে যেমতি সুজনে-
সেই স্বাদ লয় প্রাণে আপনি যতনে;
উল্টো অর্থ হলে দেখি কবিতার ক্ষতি।

প্রথম অস্টকে পায় কাব্যতার রস;---
অন্তরে অন্তরা সাধে পরের মিলনে
শ্রুতি পূর্ণ সুধা-মধু বাঁধে সন্ধিক্ষণে;-
অস্টকে ঘটনা যত রহে সে নির্যাস।

তারপর বিয়োজন ষষ্টকে সমাপ্ত-
স্বজনে ক্রন্দনে রত অশ্রু ফেলে যত(!)
সেমতে বিরহ তাপ!-- টানে দৃশ্য ইতি;
পূর্ণাঙ্গ ঘটনা শেষে হৃদ করে ক্ষত!
সুখ-দুখ নিয়ে এক ঘটনা বহুল;--
বলো তবে সুধীজনে:-- হয় কি নির্ভুল।
----
-রমেন মজুমদার 26/08/24