এসো প্রেম করি
-- রমেন মজুমদার,২১/০৭/২৪
----
ভাঙা আয়না'টা ফেলে দিয়েছি কবেই,
বিদ্রুপ আর নষ্টের বিদ্রোহ দ্রোহ করে জল ছবিতে।
সুখেন শৈলনে শৈবাল ছড়ায় নিন্দার বাথ ঘর;
আরুশি অহনার প্রেম ছিল পবিত্র-
মোহের খেসারত দিতে বিলাতে হয় যৌবন।
জীবন কৈবল্যে নিদাখ পরশ পার করে মোহনা...
বয়সের চাবিকাঠি মাপ করে'না মোহতার চৌহদ্দি;
দীঘল দীঘির সৈকতে জীবনের ছায়া পড়ে
অসমাপ্ত সুখ।
কাউকেই বারণ করা উচিত নয় তালা লাগাও রক্তের দুয়ারে...
ওরাই তো তোমার মোহতার সঙ্গী!--
অলেখ্য কাব্য ভুবনে নির্মিত হয় প্রেমের সেতু;
শর্ত ছাড়া দুটি হাত মিলায় প্রেমের আকুতি,
পশ্চিমের দুয়ারে বসে পড়ন্ত বেলার পরিণতি ভেবে জীবনকে সোপর্দ করো কারো হাতে...
সেই যে জীবন বালিকার মেঘের ছায়ায় নির্মিত করবে শর্তহীন প্রেমের দক্ষিণ জানালা।
কবিতা দিয়ে অক্ষর সাজাও সুতো ছাড়া মালা!--
রসে-বসে ফুরিয়ে গেছে ঢেউতোলা বুদ্বুদ!ছাতিমের ছায়া তলে পুরানোদিনের শুকনো মালায় বিরাজ করে বিরহ!!
হাড়কাঁপানো সুখ চাইলে নতুনের প্রেমের সিদ্ধ হই।
কটাদিন বেঁচে থাকার আনন্দে পাশে চাই কবিতাকে--
সঙ্গছাড়া জীবন বাঁচাতে পারে নব্য সঙ্গী;
তাই এসো, নিন্দার তারকাটা খুলে দেই
নতুন প্রেমে।
ভালো থাকার দায় একটি নারী ও পুরুষের।
ভালোবাসা থাক আজ তোমার,আমার,সকলের জন্য।
এসো, প্রেমকে স্বীকৃতি দিয়ে পথ গুনি পশ্চিমের।
------