একবার এসে প্রেমদাও
      --কাব্যভূষণ রমেন মজুমদার,
পিএএসপি-০১১,
তারিখ-১৮.০৩.২৪ (লেকভিউ)

তুমি কী এতোই পাষাণ !
নম্রতায় শুভ্রতা ছড়িয়ে দাও আকুল হয়ে,
দূরে নয়,কাছে এসো।
আবেগ ঘনিত দুষ্টমিগুলো ফেলে দাও নর্দমায়,
যদি চলে যাও দূরে--বহুদূরে,
নামহীন কোনো অচিন ঠিকানায়...
যদি দেখা হয় কোন দুরূহ সময়ে,
তবুও-ফেলে দেয়া রঙ্গিন চশমায়
খুঁজে পাবে আমাকে।
জ্বলন্ত অগ্নির কুণ্ডলীতে পাবক হয়ে একবার পুড়ে দেখাও...
আমি ভালোবাসি তোমাকেই...
ভাবব, এ' জোছনা আমরই,
নক্ষত্র জ্বলে ওঠার আগেই একবার শীতল করো এ' প্রাণ;
রঙমশালে আটপৌড়ে প্রেমিক হয়ে তুলে দিব আমার গচ্ছিত,অন্তর্নিহিত কালো পর্দা!
কোনো অচেনা শব্দের টুং টাং ধ্বনি যদি উদয় হয় অবেলায়----
তবুও ঢেলে দিও জীবনের রঙকরা কিছু কাব্যিক শব্দ!
অনুরণিত হোক বিষাক্ত যন্ত্রণা!
প্রেম হোক সিদ্ধ যৌবনের কাঙ্খিত স্টেশন
দুজনের ভ্রমণের নিঃশর্ত ব্যত্যয় ক্ষুণ্ণ হয়ে জলাঞ্জলি হোক বুকভরা ঢেউয়ে...
একবার মুছে দাও,
তোমার নিকোটিনের গন্ধে আমার মধুমিশ্রিত ওষ্ঠের সুখ!
যৌবন পালিয়ে যাবার আগেই দুয়ার খুলে এসো একটি সারলিক কবিতার খোঁজে।
অনৈতিক গম্ভীরতার কুহুরে আমায়
পবিত্র করে রাঙিয়ে যাও,
নাম না জানা জৈবিক কোনো বসন্তে।
আগল খুলে উন্মোচন করে যাও গোপনীয়তার সুবাস;
কৌশলে...নীল বিষ উগরে দিও নির্বাচিত মোহনায়...।
কথা না রাখার পৌরুষতান্ত্রিক সভ্যতার নগ্নঅম্বর থেকে মুছে দাও অসভ্যতা;
রাগত চোখে নারীর প্রেম সফেদ হোক আড়ম্বর!
বুকের পঠিত সুখতারায় প্রেম চায় নারী,
খসে পড়া ফুলদল আসরে পুঁজিত হোক
নৈবদ্যের তাম্বুল কুশদানিতে!
রক্ষণশীলতার মরচেধরা চাবি গুঁড়িয়ে দাও,
মুক্তিআনো রক্ষিত প্রেমের স্বাধীনতায়...
প্রতিবাদের পতিত জমিতে চাষ হোক
অম্বলিকার প্রেম;
কাপুরুষের হীনমন্যতা ভস্মিত হোক কুরুক্ষেত্রের রণাঙ্গনে।
প্রেমিক হয়ে সফলতা দাও প্রজন্মের পরার্থ পৃথিবী!
তুমি যদি কবি হয়ে একবার আসো অবলার গেহে...
এ'শুকনো গঙ্গায় ভেসে উঠবে মানবতার জোয়ার!
যাকে প্রেম হিসাবে তোমাকে মান্যতা দিব
সংসার সৃষ্টি করার...
খোলস খুলে বেড়িয়ে এসো একজন মানুষ হয়ে;
তোমার প্রেমে মথিত হয়ে খুলেদিব বুকের
লাজভাঙ্গা রঙ্গিন দুয়ার;
একটি স্বাত্ত্বিক পৃথিবীর জন্য লড়াই করব দুজনে অনন্তকাল।
শুধু ভালোবাসা ও কাব্যপ্রেমের আঙিনায় বসে।
যদি পারো, নিয়ে চলো আমাকে সত্যের সন্ধানে,
যেখানে প্রেমহীন জীবনের জন্য কিছুটা আলো জ্বালিয়ে দিতে পারি ।
একবার এসো কবি,
তোমার রাগত প্রেমবারি ঝরিয়ে দিতে;
আমি অপেক্ষা করব শ্মশানের নিশিথ নন্দনে...
অমাবশ্যার শেষ রাত অবধি জেগে থাকব একটি প্রেমের জন্য।।
---সমাপ্ত।