দহন বেলার সঙ্গীত
-----
রমেন মজুমদার, ০৩/০৫/২৪
----
তোমার মাঝেই খুঁজি আমি জীবন বোধের ঘর,
ভাঙ্গন নদীর তীরে যখন দাঁড়িয়ে ঢেউ দেখি;
তখন তুমি অনেকটা দূর; করলে আমায় পর;
পরাজয়ের জীবনটাতে মিথ্যে স্বপ্ন আঁকি।।
পুতুল খেলার দিনগুলিতে কতই ছিলাম আপন,
পায়ের নিচে তপ্তবালু ধসের চিহ্ন আঁকে!
একলাঘরে নির্ঘুম রাত,কাটাই কষ্টের যাপন;
জীবন মানেই শূন্য দেখি মরণ ডাঙ্গার বাঁকে।।
চাতুর্দিকে খোলা সাগর ঢেউয়ের পরে ঢেউ,
জীবন শূন্য একা,তাকিয়ে দেখি পিছনে নেই কেউ।
মেঘের দিনে মেঘবালিকা পুতুল খেলার সাথী
অশ্রু ফেলার দিন যে এখন,কষ্টের ভরা রাতি।।
এখন শুধু দহন বেলায় গুনছি বছর গুলি;-
চোখের জলে কাজল ধুঁয়ে আকঁছি রঙের তুলি।
বোধ হারিয়ে যাওয়া এখন,নির্বোধের রূপ ধরি
যাচ্ছে সরে পায়ের মাটি,এখন যে কী করি।।
-------