দিপান্তরের প্রেম
----
[ যেজন প্রেমের ভাব জানেনা-78 ]
--------------
কলমে রমেন মজুমদার,28/10/22
অন্তর কেবল অন্তরের জন্যই সৃষ্টি
নদীর যেমন ধারা, তার কাজ বিলিয়ে দেয়া;
সে এক চিরান্তনী সমান্তরাল পাথেয়...
মানুষের কাজ মানুষকে অন্তর দিয়ে অনুধাবন করা।।
অহং, ঘৃণা,অবহেলা ঝুট চালাকি পাপ!
জীবনের সন্ধিক্ষণ হেঁটে যায় আপন গণ্ডি ছাড়িয়ে;
নিমিত্বের নির্ণয়ে বিবেকের ডাক শুনেনা কেউ;-
একজীবনের মোহতায় ভরে থাক আগামীর সুখ।।
অলক্ষ্যে যে ব্যথা বিষিয়ে যায় জীবনের কালবেলা!
তিক্ত বালুকার চরে কত শৈবাল খেলা করে
ওরাই যে সাগরের সুখ সন্তর্পণ..
দীপ ছুঁয়ে যায় নির্মল সাগরের জলধরাশি
সকাল থেকে সন্ধ্যা।।
ভালোবেসে যাও পৃথিবীকে,ভালোবাসায় মানুষ প্রাণ পায়;
আত্মউপলব্ধি অন্তর শুদ্ধিকরণ সুবাসে
পরিবেশ হয় কলুষমুক্ত!
জীবনের চোরাবালি ডিঙিয়ে ছুটে চলো
নির্মল দিপান্তরে, শান্তির বার্তা বয়ে যাক
জীবন থেকে জীবনে।
-********