দিগন্ত অন্ধকার
--
কলমে:- রমেন মজুমদার (011)
03/10/24
--
একটি সূর্য সংগ্রাম চলছেই জন্মের পর থেকে,
সূর্যের তেজ সংগ্রামের ইতিহাস সৃষ্টিকরে
আপনার স্বত্ব রক্ষার জন্য...
অধিকার,বঞ্চিত মানুষের জন্য বুকটা কেঁপে ওঠে!
নিরন্ন মানুষ দুটো ভাত চায়,সে তার অধিকারে।

আপন ক্লান্তির দুয়ারে হুমকির ইশারা
জন্পদে নির্ঘণ্টবাজে চরিত্র হরনের,
মানবতার পক্ষে গীত গাইতে গেলেই জহ্লাদ ছুটে আসে খর্গ হাতে...
বিবেকের টুটিচেপে মৃত্যুকে করায় আলিঙ্গন।

আসুরিক ঝাণ্ডা হাতে বিয়োগ করতে আসে প্রাণ!
বিচার ব্যবস্থার গলায় ফাঁস ঝুলানো আছে আদেশ বলে,
নড়চড় হলেই ইঙ্গিত আসে ফাঁস ঝুলানোর!
সংসার নিতান্তই কান্নায় ভেঙে পরে নারীদের সম্ভ্ৰম হারিয়ে...
পাথরের কান্নায় জল হলেও; তাবেদারী সুরে মথিত হয় বিচারের আসন।

নিতান্তই অসহায় দিগন্ত বারবার হয়ে আসছে অন্ধকার ! চির অন্ধকার!!
দলদাস হয়ে লুটেরা হুঙ্কার ছাড়ে চিরদিন,
অবলা পুতুলের সম্ভ্ৰম হারিয়ে দেরাজে বসে নীরবে কাঁদে জননী।
--------