দগ্ধ জীবন দহন বেলা
---------
-- রমেন মজুমদার,পিএএসপি-০১১
তারিখ-04/05/24
----
কি সুখ তুমি চাও? পোড়াও তোমার গাও
দগ্ধ জীবন দহন বেলায় চলছে না আর পাও।
হাসফাঁস আর হাপিত্যেসের জীবন এখন গড়া
জল বিহীনে পুড়ছে দেহ সঙ্গে দেখি ধরা।

এই শহরের ইট পাথরের অট্টালিকা গড়া,
শূন্যবনের গাছ বিহীনে পরিবেশ আজ মরা।
মানুষগুলো ভীষণ চালাক,ভীষণ স্বার্থপর!
বেনামি দলিল; জবরদস্তি করে কত বানিয়ে নিচ্ছে ঘর।

দগ্ধ জীবন দহনবেলা! দগ্ধিত সমাজ চিত্র!
লুটের সঙ্গে সঙ্গী হয়ে হয়েছে কেউ মিত্র;-
এই কী জীবন পাওয়ার কথা,নিত্য কষ্টের প্রাণ!
বোধ খেয়ে সব ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের দাম।

পোড়াও তোমার সম্ভ্রমটুকু কি আসে যায় তাতে?
কর্মহীনের জীবনযাত্রা; কেউবা মরছে ভাতে।
নাই ভাবনা,নাই উন্নতি গরিব মারার কৌশল-
যোগ বিয়োগের খাতার পাতায় শূন্য ফলাফল।

বিরূপ মেঘের জল,বিরূপ যত কালোবাজারি চক্র!
পথ সোজা নয় যতই হাঁটি; সম্মুখে পথ বক্র।
দগ্ধ সুখের অমাবশ্যা রাত্রি যাপন কষ্ট!
গোচোনা যে দুধের মধ্যে! সামাজিক বোধ নষ্ট।।

দহন বেলায় পুড়ছে দেহ!পুড়ছে যত চাষের জমি!
জোতমহাজন যারাই আছে,ঘৃণায় তাদের আজকে নমি।
দগ্ধ জীবন বস্তিবাসী! ভাত বিহীনে দিন চলে যায়;
অহর্নিশি জীর্ণ ঘরে কাঁদছে নিত্য গরিব মায়।।
------ সমাপ্ত