চিত্ত-চেতনা
---
কলমে- রমেন মজুমদার
তারিখ-২৭/৬/২৪
-----( সেকসপিয়ার রীতিতে  কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গীয় চতুর্দশপদী সনেট কবিতা)
-----
[ কখকখ/গঘগঘ/ ঙচঙচ/ছছ ]

এ' সিদ্ধ চেতনা প্রাণে জীবন কাহিনী
ক্ষয়-জয় ধরণীতে,ক্ষণে ক্ষণে আসে,
সময় সহনে ধৈর্য,--মনীষীর বাণী...
খুঁজে ফিরি জনে জনে;চোখে অশ্রু ভাসে।

নিহত গোলাপ ফুলে লভে কি রে মক্ষি!
ডাল রূপে প্রাণ নিধি;-রয় যতক্ষণ--
বায়ু হীনে গাছে নাহি বসে না সে পক্ষি;
পরাণে পরান খুঁজে আশা সন্ধিক্ষণ।

সতত সেমতি জনে- কর্ম করে যায়;
লাভ-ক্ষতি দূরূহের জীবন যাপন!
রুদ্ধ শ্বাসে কষে অঙ্ক কর্মের উপায়,
তেমতি অর্জনে লভে সত্য সর্বজন ।

জীবকুলে কর্মসুখ--না করিলে ব্যর্থ!
অজ্ঞতা জনের ক্ষয়!-- সকলি অনর্থ।।
--------
★ পরাণে পরান (দুটি বানানই সিদ্ধ)