বুকের নদী,সুখের নদী
-------
রমেন মজুমদার 09/07/22
নাম না জানা নদী,
বুকের মধ্যে বাস;
উথাল পাথাল জলের ঢেউয়ে
ছুটছে বারো মাস।
সেই নদীতে অহরহ সাঁতার কাটি আমি,
সাঁতরে সবাই ছুটছে বহুদূর ;
আমার নদীর শেষ সীমানায় বধ্যমরুর দেশ!
তপ্তজ্বালায় জ্বলছি অনিমেষ।
ওষ্ঠের ওপর ওষ্ঠ রাখা বাঁকের শেষে ঝর্ণা...
তপ্ত নদীর দু'পারেতে ভাঙাগড়ার খেলা!
হ্রদ ও পাহাড় রাঙায় সূর্যের আলো...
ঢেউয়ের উপর ঢেউ ওঠে
গড়ে নতুন বর্ণা।
পাহাড়ের ওই দুর্গম চূড়ায় জ্বলন্ত দাবাগ্নি!
অগ্নিগিরি উত্তাপে শিখরচুরে উল্কি!
ছিটকে পড়ে নদীরবুকে কালের নিরান্তরে...
তবুও সেই দহন মধ্যে সাঁতার কাটা চাই;
হাসির ভিতর ম্লানতায়
চলছে কত গ্লানি।
বুকের নদী,সুখের নদী,জীবন মরণ খেলা !
এ'খেলা যে অনন্ত কালের...
রহস্যের এই অনির্বাণে সবার বিয়োজন;
এমনি করেই বুকের নদী সুখের ঠিকানায়
সাঁতরে যাওয়া নদীর ওপার
করছে না কেউ হেলা ।।
*********