বউ চাই-বই হবে
-----
রমেন মজুমদার,পিএএসপি-০১১
তারিখ-০৯/০৬/২৪
---
বউ চাই গৃহলক্ষ্মী, বই চাই মনে;
প্রতিদিন খুঁজি আমি তাহারি সন্ধানে,
বউ ভালো হলে পরে ঘরে থাকে সুখ
তেমনি সৃষ্টিতে বই জীবনে উন্মুখ--
ঘর হোক আলোকিত নারীর কারণ
অনাসৃষ্টি বস্তুসার লিখিতে বারণ;-
সংসার-জীবন এক মহামূল্য সার!
বউ-বই মিলে দুয়ে মুছে কষ্ট ভার।।
বউ চাই- বই হবে, বুকে রবে শুয়ে;
কথা-কাব্য পূর্ণ মনে,রবো মোরা দু'য়ে।
সৃষ্টি সুখে মিষ্টি মুখে-যামিনী ঘুমাবে;
কানে কানে প্রেম রসে ভরিয়ে সে দিবে।।
দুজনে মিলিব যবে খুশ হবে ঘর
তোমাকে মোহিত রবো আমি হবো বর।
ঘর নয় বর নয় বই বড় সুখে---
চিরকাল রবে তুমি,-- শূন্য এই বুকে।
বউ হোক গৃহলক্ষ্মী-বই হোক প্রাণ,
দু'য়ে মিলে বউ-বই; অমৃত সমান।
ঘর করো ভালো হয়ে সঙ্গে লয়ে দারা
লিখ বই সৃষ্টি কল্পে জীবন্ত প্রহরা।
বর-বউ,কবি-বই;--ছবির মতন...
দুইয়েতে সৃষ্টি সুখ- অমূল্য রতন।
বউ চাই ঘর সুখে,বই চাই ভালো;
জীবন্ত প্রদীপ দুই; পাই পূর্ণ আলো।।
----