বদলে যাওয়া জীবন
-------
বদলে যাওয়া জীবনখানি
নিয়ম নীতি মানছে না... আর
দিনে দিনে শরীরের ভাঁজ
যাবেই পড়ে সবটা তাহার।
বদল দিনের পালায় পড়ে
তুমিও বদলে যাবে একদিন,
রাত-দিন সব ছুটছে দ্রুত
বেসুর বীণায় বাজবে বীণ।
এইতো বুঝি ধরার নিয়ম
সৃষ্টি যাহার চিরকাল;--
যাত্রা শেষে জ্বালবে আগুন
হাড়-মাংস সব পুড়বে ছাল!
টানবে পর্দা নাটক শেষে
ছাড়তে হবে মঞ্চ খানি...
মাইক বিহীনে ঘোষণা তাঁর
খেলছে নিয়ম ঈশ্বর বাণী।
রইবে পড়ে গল্পগাথা-কাব্যকথা;
স্মৃতির পাতায় ভীষণ কষ্ট!-
সাজানো সব তোমার যত...
একদিন তার মর্ম কথা হবে নষ্ট।
বদলে যাওয়া ধরার নিয়ম
পুরাতন সব মুছেই যাবে...
সত্য যেমন সত্যের বিজয়
ক্ষণেক কষ্ট!--মানতেই হবে।
বলবে সবাই লোকটা এমন
ভালো-মন্দ ছিল মিলে...
দীর্ঘ নিঃশ্বাস ফেলবে কেউবা
দু'ফোঁটা জল চোখ সলিলে।
আজকে তরুণ কালকে বৃদ্ধ
যৌবনে সুখ ছিল যত....
ক্ষিণের অঙ্ক যোগবিয়োগে
শেষের হিসেব অমিল তত।
বদল জীবন সময় গুনে
কাজের কাজ করতেই হয়;-
সময়ের কাজ করাই ভালো
নইলে যাবে সব ব্যর্থতায়।
-----
-রমেন মজুমদার,20/07/24