বিদীর্ণ বক্ষ
---
রমেন মজুমদার -০১১
তারিখ -১০/১১/২৪
হায় পতি! পতি মোর! এই দশা হবে!
ছলনে, ভুলি আশার; এ'জীবন তবে।
তোমা বিনে শূন্য গেহ! সিন্ধুর স্রোতের-
অতলে ডুবিনু হেথা!- অশ্রু ঝরে ঢের।
কি পাপে মজিলা তুমি ঝরিলা অকালে!
প্রমত্ত যৌবন মোর,ফেলে রেখে গেলে...
উদ্যানে কুসুম ভাতি; ছল ছলে দুলে --
তা'সবে ভুলিয়া আজ; রাখি অশ্রু জলে।
বিদীর্ণ বক্ষের দ্রোহ! প্রমত্ত এ' মন!--
ছুটিলা নেশার কোপে! দিতে রঘু রণ!
অম্বুবিম্ব অম্বুমুখে;মরীচিকা নাশে!---
পতঙ্গ ধাইল শেষে অগ্নি শিখা পাশে।
মৃণাল কণ্টক লভে হস্ত হলো ক্ষত!
যশোলাভ লোভে পড়ি; দাম্ভিক প্রমত্ত!
কুলবংশ ধ্বংস করি ডুবিলা আঁধারে!--
বৃথারত্নমণিসুখে--কাঁদলে আমারে।
-------