আশার কুহক
-------
12/11/24
আশা আর প্রেম লয়ে মনুষ্য প্রজাতি
ধরণী উপরে স্থিতি,-- করিছে বসতি;-
জীবন প্রবাহে তার কত যে চাহিদা,
মিটে নাই মিটিল না মিটিবে না ক্ষুধা।

আশার কুহক ঘেরা সংসারের রীতি,
স্বার্থ বিনা কেহ কারো গড়েনা পিরিতি।
যত পায় তত চায়,--শেষ কোথা তার;
স্বার্থপূর্ণ ধরাধাম! জানে না তাহার।

এইতো চাওয়া হয় জন্ম স্বার্থ জনে!
ব্যত্যয়ি ভাবনা গুলো ভোগে জনে জনে।
জন্ম পরে মৃত্যু সত্য-- ভাবেনা মানুষে,
আশা বুকে আরো চাই সর্ব দেশে দেশে।

আশার কুহক ছলে গড়ে যে সম্পদ,
কাল গর্ভে বলি হয়!-তাহার প্রমোদ।
সুখ ও অসুখ নিয়ে বিদায় বেলায়...
সেই বিনে আর সব কাঁদে উভরায়।।
-------
#রমেন_মজুমদার