আনুসঙ্গিকতা
--------
রমেন মজুমদার, 29/06/22
যাও যদি নির্বাসনে যাও; রেখে যাও সঙ্গতার সুর।
অনুষঙ্গে কোলদাও বামসঙ্গের ছায়া...
ওড়ায় আস্তিন বাতাসে ঘুড়ির কোণে;
খাদ না রেখে জোড়াও খাঁটি সোনায় ।

পূজারীর আসনে বসে মন্ত্রপাঠে উচ্চারণ করো বনলতার কাহিনী;
নাটোর হোক শুদ্ধতার সোপান
ছিটাও রক্ষিত ঘটের বিশুদ্ধজল।

ত্যাগ হোক তিতিক্ষার দোসর!নিরামিষ ভোজনে ধুয়ে যাক পাপাচার!
অনিচ্ছার মধ্যেই ইচ্ছার বামাসঙ্গ লিখিত হোক ইতিহাস;
দুর্বল পদাবলীর চরণে নির্মিত পাপ নির্বাসিত হোক নব্য মুক্তির প্রতীক্ষায়।

শিল্পায়িত রঙের আদলে আনুসঙ্গিকতা
পূর্ণিত হোক জীবন চাহিদার;
নির্বাণ কল্পে
কল্পিত প্রেম পিদিম জ্বেলে উৎসব হোক জীবন বোধের।
প্রলুদ্ধ হোক ইতিহাসের কিংবদন্তি ঘরোয়া লেনদেন।
তবুও যেতে পারো নির্বাসনে....।।
********