অন্ধকারের পথিক
---
কলমে- রমেন মজুমদার
তারিখ-২৫/০৫/২৪
( কাজী নজরুল স্মরণে )
---------
দিনের পরে রাত্রি নামে পায়না খুঁজে পথ,
সে পথেই যে পথিক অন্ধকারে;
একলা বসে ভাবেন দ্বীনের কথা..
উদাস চোখে দৃষ্টি পেলো আকাশ তারার
অগ্নিঝরার ছুটছে আলোর রথ।।

ফিরলো যখন আপন ঘরে তখনও ভোর হয়নি,
ক্ষণিক পরে প্রভাত এসে দিল হানা,
ফুটলো তখন ভোরের সূর্য খানা...
উল্লাসে প্রাণ নাচলো কতক্ষণ,
ভাবলো পরে নিজের জীবন ফুরিয়ে তো যায়নি।।

দিকে দিকে উলুধ্বনি মন্দিরে ঘণ্টার আওয়াজ,
ভেদ করে সেই পথ হারানো বন,
আসলো ভেসে আযান ধ্বনি সুরের নন্দন;
ঐক্যতানের সম্প্রীতি প্রেম জনে জনে,
বিলিয়ে দিতে কর্তব্যটুক হোক মানবের কাজ।।

ভাবল পথিক নীরব মনে আঁধার পথেই বসে,
অসহায়ের ভাবনা মুছে গেলো...
ক্ষণিক আগে ছিল এলোমেলো;
জীবনের গীত গাইতে হবে বাঁচাতে হবে ঘর;
ভুখার তরে পায়ের জমি আনতে হবে চাষে।।

জ্বালাও বাতি, আঁধার রাতি ভরুক আলোয় আলো,
পথের শিশুর অনাহারী মানুষ করি,
নিজ দৌলতের গর্ব ছাড়ি;
রুগ্ন জনকে সেবা দিয়ে মানুষ গড়ি-
পথ ভোলা সেই মানুষেরে আপন মনে ভালোবাসি;
ঘুচাই তাদের হারানো পথ কষ্ট কালো।।

গহন বনে পথ না হারাই,খুঁজি আলোর রেখা,
পুবের আকাশ অঞ্জলি দেয় পথ দেখানো আলো,
অহং মনের সন্ধ্যা ঘরে প্রদীপ জ্বালো;
সেই প্রদীপে বিশ্ব জাগুক মানব প্রীতির সুরে...
একলা তো নও; সততার প্রাণ পথেই পাবে
অনেক দেখা।।
--- সমাপ্ত--