আমার একটা প্রেমিক চাই
----
আমার একটা ঘর চাই,একটা প্রেমিক চাই;
একটা মনের মানুষ থাকবে,
কলুষমুক্ত ধরার বুকে নীরব নিথর থাকবো শুয়ে;
একটা সুখের নীল আকাশে মিশে গিয়ে,
একটা মসৃণ পথের দিশায়;
একটা গাঙ্গের নাবিক হয়ে ভাসবো দু'য়ে ।

একটা মনের আঙিনাতে একটা আমার বিশ্ব চাই,
একটা ফুলের নন্দনেতে ফুলের সুবাস নিতে চাই...
সচ্ছ মনের মানুষ চাই, আমার পাশে থাকবে একা আপন হয়ে;
এক পৃথিবীর সকল আশায় তোমায় পাশে একলা চাই...

থাকবে না'কো নিন্দা-ঘৃণা!-মিথ্যা কোনো সমালোচনা;
একটি পথের দিশায় তুমি প্রেমের বাঁধনে,
বাঁধবে আমায় আপন করে.....
চাইবে না আর স্বার্থ দেনা!--
একলা যখন থাকবে ঘরে, বুকের কাছে চুপটি করে--
তোমায় নিয়ে ছুটব পথে মুক্ত বনের তেপান্তরে--
খুঁজবো শুধু স্বচ্ছ মনে,
ভালো মনের মানুষ জনা।

একটা প্রেমিক থাকবে তুমি,
একটা ফুলের নির্যাস নিতে;
বোধগুলো সব মিলবে গিয়ে মানব কল্যাণ আঙিনাতে-
একটা শিশুর ভুত-ভবিষ্যৎ পাথেয় তুমি
রইবে পাশে...
ভালোবেসে চাইবে'না আর লোভ-লালসার শর্তখানা !--
এক জীবনের সরল রেখায় চিরটাকাল রইবে পাশে।

আমার একটা বন্ধু চাই---
যে বন্ধুটা হাসবে শুধু সবার জন্য,
যোগবিয়োগের অঙ্কভুলে পরার্থে প্রাণ সঁপে দিবে;
সেই বন্ধুটাই আকাশ হতে ছিনিয়ে আনবে সুখ লহরী;
সকল জনের হাসি হয়ে--
ক্ষুধার্তকে অন্নদিয়ে-বস্ত্রদিয়ে একলা মনের হাসি লয়ে।

আমার একটা প্রেমিক চাই.....
যে প্রেমিকের চাওয়ায় কোন অর্থ নাই--
পাওয়ায় কোন স্বার্থ নাই...
আপন মনে সবার তরে নিজকে উজার করবে ভাই...
আমি চাই,সেই প্রেমিকটা কোথায় পাই?
----
রমেন মজুমদার
১৮/০৭/২৪