আকাশের মত মন
----
রমেন মজুমদার, ২৯/০৭/২৪
যায়নি ফুরিয়ে আকাশের রঙ
যে রঙ ছুঁয়ে যায় মানুষের হৃদয়ে চিরদিন,
অপেক্ষা আর অপেক্ষা করে মোহিত মনের--
সুরে সুরে দিয়ে যায় আকাশের প্রেম..
একটি হৃদয়ের মানবিক ভাবনার আবেশ।
জন্মেছি বৃষ্টির ফোটার মতো কুয়াশা হয়ে,
যে মন শুদ্ধতার আবেশে ভরে থাকে চিরকাল;
মানুষের হৃদয়ে শোনেনি কান্নার আর্তনাদ!
সে মন পাষাণের পাশবিকতায় দহনে দহনে পুড়ে হয় শেষ!
তবুও বেঁচে থাকে আগামীর তরে--
মানবতার চির বন্ধনের গান।
ফুরিয়ে যায়নি কোনদিন প্রকৃতির প্রেম,
ফুরিয়ে যায়নি-কো ভালোবাসা গুলো,
মানুষের প্রাণ থেকে;
জীবনের স্বপ্নগুলো বাঁচুক তবে জীবনের জন্য;--
যে জীবন ক্ষয়ে ক্ষয়ে শুকিয়ে গেছে অনাহারে!
তারে আজ শোনাও ডেকে তোমার ব্যর্থতার কথা!--
জীবনের জন্যই আজ পৃথিবী দিয়েছে ঠাঁই।
মানুষের মনগুলি রঙে রঙে ভরা--
স্বার্থ আর লোভের কিনারে বসে মুছে ফেলে সে রঙ!
ভাসিয়ে দেয় সে চিরকাল!- যতটুকু ছিল তার মানবতার ফসল;
মানুষ হারায় বিবেক!-কোন এক লোভ এসে তারে;-- গ্রাস করে নেয়।
আকাশের রঙগুলো ক্ষণে ক্ষণে বদলায়
সে বদল শুধুই প্রেম,-- মানুষের বেচেঁ থাকার আর এক অধ্যায়...
যত দেখি প্রেমে প্রাণ করে মাতামাতি;
মানুষ কি পারে না দিতে দুমুঠো ভাত ?
নগ্ন- নিরন্ন যারা পথের ধুলোয়
পাঁজরের হাড় গুলো কঙ্কাল সার!
তারে তুমি ছুঁয়ে দাও আকাশের মতো...
বেঁচে উঠুক সে রঙে সাগরের মতো
সজীব ফসলের মতো তোমার ছোঁয়ায়।
তুমি যদি আকাশ হও ক্ষতি কি তাতে;
তোমার প্রেমের মাঝে আছে যত সুখ;
সে সুখ অনুভবে ছোঁয়াও তারে...
ক্ষুধাতুর প্রাণে প্রাণে ছুঁয়ে দিক তারে--
বেঁচে থাক চিরকাল আগামীর শিশুপ্রাণ!
একটি চারাগাছ ভেবে ভেবে, জল দাও তারে;
বাঁচুক সে আকাশের মত চিরকাল--
তোমার ছুঁয়ে দেয়া মাটি ভেদ করে।
----