অহংকার
-- রমেন মজুমদার পিএএসপি-০১১
তারিখ-১৯/৫/২০২৪
----(কখকখ/গঘগঘ/ঙচঙচ/ছছ)
[পেত্রার্ক রীতি অবলম্বনে মাইকেল মধুসুদন দত্তের ধারায় বাংলা সনেট কবিতা]
-----
মানুষের রূপ চেনা--বড়ই কষ্টের,
জ্ঞানহীন সেই ব্যক্তি;ব্যবহার মন্দ!
অহংকারে মন ভরা,আরো কুট ঢের
নিজেকে মহান ভাবে; অন্য হলে গন্ধ।

অহংকার পতনের মূল,বোঝে'না অজ্ঞানী
নিজে বড় ভাবে জ্ঞানী- আসলে সে দুষ্ট!
তাছিল্য করিয়া অন্যে,পিষে দুষ্ট ঘানি;-
মনেতে বিষের জ্বালা!-প্রাণ  নাহি তুষ্ট।।

দুষ্টের মনেতে বিষ!-কখন ঢালিবে ?
সেই বুঝি বড় ভাবে,আপনা- নির্মাণ;
খুঁটিতে ঘুণের বাসা--কে বা বুঝাইবে!
অসময়ে নিজেকে সে, দেয় বলিদান।।

আপন বোধের ভাণ্ড যদি শূন্য হয়;-
নিজ সত্ত্বা নিজ হাতে পথে করে ক্ষয়।।
-----সমাপ্ত।