অদৃশ্য সুখ
কলমে- রমেন মজুমদার,
তারিখ:-১৮/০৯/২৩
----
কহে কবি দ্ব্যর্থ মনে আকুল হিয়ারে!
তব নিদ্রা মগ্ন কাল! চিত্ত চিতা ভরে;-
দেখিলে অক্ষিভরে তুমি যে,কত সুখি,
অদৃশ্য-আনন্দ ভবে;তোমা হেন দুখি
আর কে আছে ? সুপ্ত-সুখ অলীক হিয়ে;
অক্ষি খুলে শূন্য মাঙ্গ দৃশ্যের বলয়ে।।

কী সুখ অনুভবে,রে নির্বোধ ! বোধের,
কলকল ধ্বনি;- শূন্য ভাণ্ড লও ধীর-
প্রাণে; এই কী সুখ ভব জীবন নীরে ?
ভাঙিলে নিদ্রার বিম্ব;উঠ কাঁদিবারে।

অদৃশ্য অলীক চিন্তা;ভাবনা অধীর!
সেই সুখ অনুভব,--- ঘুমে থাক ধীর ;
কী লাভ ! কি প্রাপ্য ? পাত্র শূন্য শেষে,
কাঁদো কবি! নিদ্রা ভেঙে,আপনি নির্বিশে।।
-----সমাপ্ত।(শব্দ বন্ধন-৮৬)