আঁধিয়ায় নৌকা বাও

রমেন মজুমদার
------24/01/2023
যেবনের বৈঠে ছাড়া নাও চলেনা,
মহাজন খালি তাগাদা দেয়
হামাগের ঠেলে ঠেলে নিতি হয় নাও হান।।ন  
বুহের রক্তে ক্যাবল টগবগ করে!
হেইয়া হো হেইয়া হো;দুই পায়ের উড়াথে খালি ঠক্কর খায়।
আডু ভাইঙ্গা আহে,আর টানতি...... কইলজার বাজান;
কইলজার মধ্যে কেবল হাপিত্যেস করে পোলাডার জইন্যে।
নোঙ্গর ফালাইয়া যে এড্ডু জিরামু হ্যার সোমায় কই ?
পরানের মধ্যে পরান খালি ছাৎ ছাৎ কইরা পুড়ে।
ঘরে জোয়ান বউ, কচি দুধের মাইয়াডার জন্যে পরান ক্যামুন কান্দে !

খালি উজানে নাও টাইনা নিতি যে কত মেহেনত,হেইডা বুঝবো ক্যাড়া ?
কিনারের গ্যারামথন কেডায় যে চিক্কুর দিয়্যা ওডে
ঐ বুঝি বাজান আইলো ?
আবার হেইয়া হো, হেইয়া হো
পরান্ডা ধুক পুক করে,গতরের ঘাম বাইয়া পরে পায়।

এহনতো আর নোঙ্গর দেওনের সোমায় নাই...
মাঝি হালডা ধইরো পোক্ত কইরা;
তাগাদা বাড়িত যামু,
যুদ্ধের সোমায় বউডারে থুইয়া গেছি বাড়িত
পোয়াতি বউডার জেবেন হুদাই খালি!
মাঝি হাল ধরো শক্ত কইরা...
হেইয়া হো হেইয়া হো,
হালারপুত জোরসে টান,মালিক খালি গালি দেয়।
নীল দইরায় চান্দের আলো কী সুন্দার দেহায়রে মনু !
পোলাডা কী বাইচ্যা আছে ?
আঁধিয়ায় আমগো কঙ্কাল দেহ খালি গুন টাইন্যাই মরুম 'রে ফজর আলী।

অহন যে হাইয্যা বেলা,
গেরামের পর গেরাম কেবল ধান কাউনের খ্যাত
কী সুন্দার দেহায়রে মনু .....

ঐযে এক ছেমরি দেহস ঘাডে বহা ?
ছেমরিডা কী সোন্দার ! আমার মনু থাইকলে হ্যায় ওর লাহাল ওইতোরে বাজান
রাজাকারে শেষ কইরা দিছে হ্যারে...
ইজ্জত নিছে, খাবলাইয়া থোয় নাই কিছু।

দিল দড়িয়ার শূন্য উডান, খাঁ খাঁ করেরে মনু । বাড়িত গিয়া কি করুম ?
মাঝি এই হানে নাও নোঙ্গর ফালাও;
রাইত খান যাউক,বেয়ান বেলায় গতরে জোর পামুরে নয়ন।
পোয়াতি বউডারে হ্যারা ছাড়ে নাই মনু!
বুক ফাইট্যা চিৎকুর আহে.....
হেইয়া হো হেইহা হো...
জেবেনডাই গেলো নায়ের গুন টানতি
টানতি।।
*******