আমি আবির ভালোবাসি
তোরাও ভালোবাসবি;
আজ যতই তোরা রং এর উচ্ছাসে মাত
কাল আবির হবে -
তাৎপর্যতায় সুন্দর বসন্ত প্রতীক।
স্মৃতি আর পিছুটান বড্ড যন্ত্রণায় ফেলে;
আমাদেরও ইচ্ছে হয়-
রং ও আবির হোক পঁচিশটা রং এ সাজানো কিম্ভুত
কিংবা দৌড়াদৌড়ি পাড়ায়- পাড়ায় ;
আজ স্মৃতি খুড়ে বানানো ভূতের চিড়িয়াখানায়;
হাজির প্রিয় বন্ধু -বান্ধবী, কাকা- কাকিমা, দাদা- বৌদি
কিন্তু আজ তারা শীত-
তাই স্মৃতিচাড়া দিয়ে বসন্তভোরের অনুভবে প্রকাশিত।