হায় রে, পিছুটান -
আবার আজ তুই মিথ্যে!
বেকার ছিল, সবার মাঝে তোকে খোঁজা ?
বেকার ছিল, আলোর রেখায় অন্ধকার টানা?
বেকার ছিল, স্বপ্ন হয়ে বিদেশ স্বপ্ন যাপন?
হ্যাঁ, বেকারই ছিল সবকিছুই-
আবেশের মোহ বন্যা ইতি টেনেছে,
কেননা বন্যা সৃষ্টির উপাদান কারক;
নিষ্প্রোযজনীতায মটকা মেরে-
পরম শান্তির ঘুম দিচ্ছে ।