খাই-খাই করো শুধু,
নামটি তোমার বুধু।
গ্রামটি তোমার কাঁটাখালী,
দৌড়াও এই-ওই অলিগলি।
খাওয়াতে তুমি মস্ত রাজা,
পড়াশোনাতে ব্যাং ভাজা।
গোল্লা খাও গপাগপ্,
ডাল ভাত সাটাও সপাসপ্ ।
চেহারা তোমার বড্ড বড়ো,
বকলে হও খুব জড়োসড়ো।
মারো ভাল ডুব পান্তায়;
কাজকর্মে হও ছ্যাঁকা ছান্তায়।
তোমার বাড়ছে বেশি ভুঁড়ি;
ইচ্ছে হয় ওতে দুপা মিলে চড়ি।
ডোন্ট মাইন্ড পেটুক ভাই,
আদর করে নামটি দিলাম তাই।
রংটা তোমার যদিও কালো ;
মনটা তোমার বড্ড ভালো।