তখন মেঘ, আকাশ থেকে দূরে অধ্যয়নে;
চুপচাপ মনে শপথ- হাজারো ত্যাগস্বীকার
মাঝে মাঝে পিছুটানে যায় থমকে।
দিনরাত একাকার সাধনার জলোচ্ছাসে,
শেষে সিকেভাগ স্বপ্ন, মেঘের দরজায় বর্ষে।
তারই উচ্ছাসে আত্বহারা মেঘ;
সব পিছুটান ফেলে নষ্টের স্রোতে,
নিজেকে হারাতে চায় মা-এর চোখের জলে।
ফেরারী মেঘের আকাশ ঢাকে কালোমেঘে,
চারিদিক নিশ্চল ;ভিতু প্রবাহের বন্যা।
মেঘের শেষ সম্বল -পরম প্রিয় 'মা' মেঘের জীবন থেকে মুক্তিলাভে স্বর্গবাসিণী।