ভোর  তিনটের সময় আর ঘুম ভাঙে না
গোপী বাসের সিটির শব্দে ;
বেশ করে ঘুমাই আর স্বপ্ন দেখি
কল্পবিঙানের দেশে যাই আর নানা তথ্য আবিষ্কার করি;
অলস নামে জামাটিকে গায়ে জড়িয়ে
ঘুম থেকে ওঠে  দেখি আর অনুভব করি--

প্রকৃতির প্রতিটি বিন্দুর পবিত্র  স্পর্শ
আকাশে পাখির কিচিরমিচির শব্দ
স্নিগ্ধ ভোরের শীতল স্নেহ
পটল গাছের চারা থেকে বড়ো হওয়ার দৃশ্য
দিঘীর "টুপ" শব্দে জলফড়িং এর বেখেয়ালিপনা

বেশ আছি এ' কদিন

অভিশাপের দিন আসবে যখন গাড়ী চলবে আর ধোঁয়ায় ভরবে আকাশটা
প্রিয় স্নিগ্ধতা দূষিত হবে;
মুগ্ধতার দৃশ্য আর দেখার সময় হবে না  ।