মেঘ তো ওঠে আকাশে
ঘনঘটা, গম্ভীর আর বদমেজাজী
কিন্তু সব মেঘেই কি বৃষ্টি হয়?
এক হতভাগা মেঘ ছিল তাদের তার সুন্দরময় আকাশের বিচরণপথে-
সাক্ষাৎ ভালোলাগা এক উষ্নতার সাথে;
তারপর মেঘ উষ্নতার আলাপ পরিচয়
ঘনিষ্ঠতার সৎমেজাজে বন্ধুত্বতার মিশেল;
ধীরে ধীরে মেঘের আকাশ ডানা মেলে উষ্নতার আকাশে
স্বপ্ন ভরা দুচোখে শুধুই আশার জাল বোনে
সারাটা দিন, সারাটা রাত উষ্নতার চিন্তার উচ্ছাসে
হারিয়ে যায় দূর ওই অসীম সৌন্দর্যর পাহাড়ে;
সৃষ্টি হয় মেঘের আলোড়নে বরফকণা
হাজারো স্বসংঘষের পর মুখোমুখি তারা অসহায় দৃষ্টি নিক্ষেপিত উষ্নতার দৃষ্টিতে
আর বলে যায় একাগ্রচিত্তে-
"দিবি আমায় তোর একটু উষ্নতা?
নিয়ে যাবো- অনেক দূরের গেরুয়া নদী
অনেক দূরের একলা পাহাড়
বৃষ্টি হয়ে উচ্ছাসে ঝরে পড়বো মাঠে মাঠে
ভালোবাসা রূপে সবুজ পাতায় পাতায় ঝরবো
ইচ্ছে মতো অঝোর ধারায় জীবজগৎ এর সুখ ভরাবো
জলোচ্ছাসের প্রেমে আনব শস্যোচ্ছাসের বিপ্লব;
দিবি আমায় তোর একটু উষ্নতা?"
উষ্নতার রূড়তায় মেঘের আকাশ ঢাকে কালোমেঘে
মুখ ফিরিয়ে মেঘ তাকিয়ে থাকে দূরের সেই একলা পাহাড়ে;
পরদিন দেখে প্রিয় উষ্ণতা অন্য মেঘের পথচলা সাথী।