বাংলা -ভাষাতেই রাঙা হয় আগুনে পলাশ আর কৃষ্নচূড়া ।
বাংলা -ভাষাতেই মধুরতার বন্যা আনে কোকিল কুহু তানে ।
বাংলা -ভাষাতেই পূর্ণিমা- জোৎস্নার কিরনছটা মোহময়ী।
বাংলা -ভাষাতেই ধান পাকে , জাম পাকে।
বাংলা -ভাষাতেই আবার প্রেম পায়;
সাধ জাগে ,স্বপ্ন ও দেখি তোমায় নিয়ে বাংলা- ভাষাতেই ।
প্রেম পেলে এক পৃথিবী ছাই মুহূর্তে ও--
আলতো হাসির আভা প্রকাশ পায় বাংলা
ভাষাতেই ।
বাংলা ভাষাতেই জীবনশুরু "মা" শব্দে।
বাংলা ভাষাতেই দুঃখ পায়, কষ্ট পায় ;
মৃত্যু ও হয় বাংলা ভাষাতেই।