মন খারাপের স্রোতে -
তুমি ভেসে যাও
আমি বারেবারে ডুবি
কিন্তু মৃত্যুপুরী আমার হয় না;
ক্ষণে ক্ষণে আটকে যাই-
বুকফাটা যন্ত্রণার মতো অন্ধকার কুটিরে;
হাহাকার আর আর্তনাদে ভরিয়ে দিই সারা ঘরটা
কিন্তু মৃত্যুপুরী আমার হয় না;
আবার দেশ ও বিদেশের সঙ্গহীন যাত্রাায়
দু-চোখ শুধুই তোমায় খুঁজে যায়-
সামনে মৃত্যুদূতের উপেক্ষায়
তবুও মৃত্যুপুরী আমার হয় না;
বারেবারে চেষ্টা আমার ব্যর্থ হোক-
তোমার স্মৃতির দেশে ভ্রমণ;
কিন্ত স্মৃতিগুলো পলকে পলকে বলে ডেকে
কেন মৃত্যুপুরী তোর হয় না?