চৈত্র তুমি ভালো থেকো-
আমি বৈশাখ এসেছি বাংলায়।
নতুন করে সৃষ্টি হব ,আবার ধ্বংস ও হবো;
মনে মনে বাঁধব এক আকাশ শপথ।

ইচ্ছে হলে, ভালবাসা হয়ে ঝরবো-
           সবুজের পাতায় -পাতায়।
জলোচ্ছাসের প্রেমে আনব শস্যোচ্ছাসের বিপ্লব ।


আবার, ইচ্ছেমতন ধুয়ে ফেলব-
   নরপিশাচদের শিরায়- শিরায়।
অবক্ষয়ী আমার দেশে বেলাফুল হবে চিরবিরাজিত।