(1)
একদিকে গোলাপ দিয়ে ভালোবাসা
বিপরীতে রক্ত দিয়ে
গোলাপের মিছিলে ক্ষণিক টুকরো হাসি
রক্ত মিছিলে দীর্ঘ আর্তঅহংকার বর্ণে বর্ণে
রং এক আকাশ ভিন্ন ভিন্ন
(2)
রক্তাক্ত জন্মু কাশ্মীর শিখিয়েছে ভালোবাসা কাকে বলে
শিখিয়েছে শোকার্ত পরিবার কেমন হয়
দেখিয়েছে পত্র-পত্রিকার আকাশ ঢাকা শুধুই আর্তনাদে
তাই নেতাজীবাদ জেগে উঠুক গান্ধীবাদ নয়।