হে প্রেয়সী!!
যদি কখনো দুর্লভ ইতিহাস পড়তে গিয়ে দেখা পাই এক নজর, তবে কি চোখে চোখ রেখে পলক পালাবে?
নানানরকম ফুল নানান সাজের রঙিনী ফুল দেখতে গিয়ে যদি তুমি নামক ফুলটা কে দেখি ফেলি সেথায়!
—আচ্ছা!
তুমিও কি বাহারি রঙের সাঁজে সাঁজ পড়ে পরীর বেশে
বের হও— ফুলেশ্বরীর মতো সাজুগুজু করেই থাক বুঝি
দিবাগত!
তবে
দেখা দিও কোন এক বাগান বিলাসে, সেখান থেকে ফুল নয়, কুড়িয়ে নিব তোমায় হে মায়াবী মায়াবিনী!!