এ  রাজা  মানুষ  মারে,
এ  রাজা  মানুষ  মারে,
এ  রাজা  মানুষ  মেরে—
করছে  যে  রোজ,  
আতশবাজি;
এ  রাজা  বড্ড  পাগল—  
বড্ড  পাঁজি  ।
এ  রাজা  মুখের  কথা  কেড়ে  নিয়ে
করছে  ভীষণ,
মরণ  বাজি  ।
এ  রাজা  বড্ড  পাগল—  
বড্ড  পাঁজি  ।
এ  রাজা  চোখ  তুলে  নেয়,
এ  রাজা  বুক  চিঁড়ে  নেয়,
এ  রাজা  বুলেট  বুকে  বিদ্ধ  করে—  
করছে  ভীষণ,
আয়নাবাজি  ।
এ  রাজা  ভণ্ড  তবু  বসে  আছে—
মানুষ  সাজি  ।  
এ  রাজা  ভণ্ড  আজি  ।
এ  রাজা  বড্ড  পাগল—  বড্ড  পাঁজি  ।
কেড়ে  নেয়  প্রজার  জীবন,
এ  রাজা  হাসতে  হাসতে  খিল্লি  করে  
সবার  মরণ  ।
এ  রাজা  মানুষ  মারে,
এ  রাজা  মানুষ  মারে,
এ  রাজা  মানুষ  মেরে—  
করছে  যে  রোজ;
আতশবাজি,  
এ  রাজা  ভণ্ড  তবু  বসে  আছে—
মানুষ  সাজি  ।