বিষণ্ণতা..!
তুমি নিঃশব্দে দাড়িয়ে থাকা নিয়ন আলোর নিশ্চুপ আর্তনাদ,
তুমি প্রকাশ্য হাসির অন্তরালে লুকিয়ে থাকা প্রিয়
অভিঘাত।
তুমি জেগে থাকা চন্দ্রিমা রাতের একলা এক নীশিকাব্য,
তুমি জীবনপ্রদীপ নিভুয়া ক্ষণের আশার বাণীশ্রাব্য।

বিষন্নতা..!
তুমি প্রিয়তমেষুর অনাকাঙ্ক্ষিত  ব্যর্থ শুভাকাঙ্ক্ষী,
তুমি অদৃষ্য পালক ফেলে যাওয়া উড়ন্ত গগনভাসী ময়ূরাক্ষী।
তুমি দূরদৃশ্যে ভাসিয়ে দাওয়া অপলক ঝাপসা দৃষ্টি,
তুমি হাজারো নির্বাক অনুভুতির মেঘের অঝোর বৃষ্টি।

বিষণ্ণতা..!!
তুমি- "তুমি..তুমি" করে ডেকে যাওয়া উদাস ব্যাকুলতা,
তুমি মনখারাপের গান গাওয়ার ব্যর্থ আকুলতা।
তুমি আড়ালরাজ্যে বিন্দু বিন্দু করে গড়া এক বিশাল নোনা সমুদ্দুর-
তুমি প্রিয়তমার ছলনাময়ী হাসিতে খুজে পাওয়া
রোদেলা রোদ্দুর।

বিষণ্ণতা..!
তুমি গর্জে ওঠা আলোকরশ্মীর আসমানী আহবান,
তুমি বিষাদের অভয়ারোণ্যের ঝড়ো অনলে প্রবাহমান।

তুমি বিষণ্ণ মনের ভেতর প্রবাহমান উথাল পাতাল উন্মাদ ঢেউ,
তুমি অগোচরে সাজানো অদূরে নির্বাসিত হওয়ার সিদ্ধান্ত-
তুমি ছাড়া যা আর জানতে পারবে না কেউ।