রাধা তুমি জল আনিতে যাইয়ো নদীর ধারে।
কৃষ্ণ হইয়া বইসা রবো সেই দরিয়ার পাড়ে।
হৃদয় ক্ষরায় জল ঢালিও,
চোখের জলও আমায় দিও।
"বুকের ভিতর জায়গা দিয়া, আমায় কইরো প্রিয়।
আর চাইনা কিছু, আমায় শুধু ভালবাসতে দিও।"
আলতা পায়ে, মন জমিনে
তোমার পায়ের চাপ।
চোখের কোণে জল যদি দেই,
সে জল হইবো পাপ।
দুঃখের পাহাড় আমায় দিও,
তার বদলে সুখ কিনিও।
"বুকের ভিতর জায়গা দিয়া, আমায় কইরো প্রিয়।
আর চাইনা কিছু, আমায় শুধু ভালবাসতে দিও।"
খোদার তরে, আর্জি আমার
তুলেছি দুই হাত।
ঝড় যদি হয় তোমার বুকে,
আমি পাই যেন আঘাত।
কষ্ট পেলে খবর দিও,
থাকবো পাশে জেনে নিও।
"বুকের ভিতর জায়গা দিয়া, আমায় কইরো প্রিয়।
আর চাইনা কিছু, আমায় শুধু ভালবাসতে দিও।"