আমার শরীর ঘামে ভিজে, রৌদে শুকায়।
উন্নয়নের আমি কি আর জানি!
যারা দেশের গল্প লিখে,
তারাই দেশের রাজা না হয় রাণী।
আমি নিচের তলার মানুষ,
মাথাপিছু আয় কি আমি বুঝি!
আমার আয়ে দুই বেলা যায়,
তিন বেলাতে অনাহারে ভোগী।
সকাল হলে কর্মে যাওয়ার ছলে,
আমার কি আর পেট্রোজাহাজ চলে?
দুই পায়ের মোহরতে, পেটের দায়ে যারা ছুটে।
আমি ভাইয়া সেই মানুষদের দলে।
আমি নিজের স্বার্থে চোখ রেখেছি,
উন্নয়ন কি আমার চোখে পড়ে!
দ্রব্যমূল্য উর্ধ্বে গেলে, টিসিবি তে পন্য কিনি,
আমার বাসার সামনের একটা মোড়ে।
লাইনে লাইনে হুড়োহুড়ি,
আমি ভবতাম গরিব শুধুই আমি।
রাজার দেয়া ধনীর ট্যাগে,এই মোড়েতে যারা আসে,
সবাই নাকি উন্নয়নগামী।
আমি ভাইয়া প্রজা মানুষ,
গরিব-ধনী আমি কি আর জানি!
আরেকজনের আয়ের অংশ, আমার মাথাপিছু হলে,
তার উপার্জন আমার বলেই মানি।