থেকে যাওয়া সময়ের অংশীদার আমি,
আমাকে গুরুত্ব না দিলে ক্ষতি নেই।
অথবা একসাথে চলতে গেলে গতি নেই।
মনে করার জন্য বিশেষ কোন কারণ আমাতে নেই।
আমার জন্য শুধু সর্বশেষ থেকে যাওয়া সব কিছু।
এত মানুষের ভিড়ে আমায় এড়িয়ে যাওয়া সহজ,
হঠাৎ হঠাৎ এসে দেখা যায় না আমি আছি কিনা।
কারণ জানা আছে আমি থেকে যাই, আমার সময় অগণিত।
আমায় চাইলেই পাওয়া যায়, হাত বাড়ানো লাগে না।
পৃথিবীতে যা কিছুই না চাইতেই পাওয়া যায়, তা ই মূল্যহীন।
আর চাইতে চাইতেও না পাওয়ার কষ্ট, শেষমেশ কষ্ট না রয়ে রত্ন হয়।
সময় চেয়ে, না পাওয়ার প্রবনতা কাটুক না কাটুক,
চাওয়া পাল্টে যায়।
তখন মনে হয়, এইতো কমে গেছে রেশ, দাম বেড়েছে সস্তা মানুষটার।