সখি তুমি কি অপরূপ বলছে কি আর কেউ।
তোমার কালো দিঘল চুলে শীতল সুখের ঢেউ।
তোমার চোখের ইশারাতে বুকে উঠে কাঁপন।
হাসলে তুমি মায়া মুখ, লাগে কত আপন।
হারাইছে মন তোমার মাঝে, তুমি খুঁজে দিও।
সখি তুমি কি অপরূপ বলছে কি আর কেউ।

আলতা মাখা নরম পায়ে বাজে রুপার নূপুর।
দেইখা মনের উঠানেতে নামে সোনার দুপুর।
চোখের কোণের কাজলেতে মানায় তোমায় বেশ।
সারাজনম দেইখাও যেন হইবো না তার শেষ।
আমার মনে ধরছে তোমায়, তুমি জেনে নিও।
সখি তুমি কি অপরূপ বলছে কি আর কেউ।

এমন কইরা কেউ কি তোমায় দেখছে মায়া চোখে।
ভাবছে কি কেউ আমার মত রাখছে নাকি বুকে।
পাও যদি কেউ আমার মত যাইয়ো তাহার সনে।
ছিলে যেমন, আছো রবে তেমন কইরা মনে।
জনম জনম আমায় তোমার আপন কইরা নিও।
সখি তুমি কি অপরূপ বলছে কি আর কেউ।