অভিযোগ শেষে তোমার আমার মিলের সংখ্যা অগুনন,
চাইলেই যেন তা ভেবে একযুগ হাসা যায়।
কিন্তু তুলনার পাল্লায় পরিমাপে, আমি যেন হারিয়ে যাই বিষাদে,
কোথায় যেন বেশ কিছু দিক সঙ্কট।
হয়তো কোন না পাওয়ার আকুতি, আর না হয় আমারই অপারগতা।
তুমি হাসতে চাইলে একটা চোখের ইশারা যথেষ্ট,
আবার অন্ধকার খুঁজতে চাইলে আলোতেও আলো খুঁজে পাবে না।
তোমার মন কি খোঁজে সেটা ধরতে গিয়ে, তোমার চোখের সমুদ্রে ডুবে বেঁচে ফিরি,
ধরতে পারি না।
ভাগ্যিস সাঁতার জানি, না হয় বেশ কয়েকবার অকালে ডুবে মরতে হতো।
এইতো সেদিনও আমার বলতে আমি শুধুই আমিকে জানতাম,
আজ মনে হয় আমি বলতে তুমি নামক কেউ একজন আমার ভেতর দখল করে আছো।
আমার রাজত্ব তোমার হাতে, বিশ্বাস করো ভাবতে একটুও খারাপ লাগে না।
কিন্তু হঠাৎ হঠাৎ কেন জানি ভয় হয়, একবার মনে হয় আমি কি আদৌ তোমার মনের মত কেউ?
নাকি আমায় ঘিরে তোমার আক্ষেপ গতানুগতিকের চেয়ে অনেক বেশি?
নাকি তুমি তুলনার পাল্লায় আমাকে বারবার রেখে, স্বান্তনা দিয়ে মন ভার করো?
আমি মোটেও স্বান্তনা নিয়ে চলতে পারি না,
হয় আমি হারিয়ে ফেলি, না হয় পুরোটাই আমার।
স্বান্তনা নিয়ে বাঁচতে গেলে নিজেকে বিষণ একলা লাগে,
আমি একলা থাকলে ভেঙ্গে যাই, আর জোড়া দিতে পারিনা।
তাইতো তোমার হাতটি শক্ত করে ধরেছি আমার সম্ভাবনাময় এই হাতে,
একাকিত্বের বেড়াজাল থেকে সারাজীবনের জন্য মুক্তি পেতে।