আমরা নিজের জন্য খুব কম কাঁদি।
কান্নার বেশির ভাগ আর্তনাদ ই হয় অন্যের জন্য।
কখনো ভুল মানুষের জন্য, অথবা সঠিক কাউকে হারিয়ে।
জীবনের ছোট্ট মঞ্চে আমরা সবাই ই অভিনয়ে দক্ষ,
কিন্তু অভিনয় বুঝি কয়জন।
দেখবেন কেউ আপনজনের ভূমিকায় অভিনয় করে,
কিন্তু আত্মার অস্তিত্বে পুরোটাই শূন্য।
অথচ আমরা বুঝতে অপারগ।
আবার কেউ অর্থের মাপকাঠিতে আমাদের পরম আত্মীয়, আর পিছনে দুর্দান্ত সমালোচক।
সব কিছু আপনার অজান্তে ভালই, সাবলীল।
কিন্তু আমাদের কানে পৌঁছে দেয় তার বা তাদেরই কোন আপন প্রিয় অভিনেতা।
এবার শেষ হয় বিশ্বাস, আর আমাদের মনে বিষন্নতার জ্বালাতন শুরু হয়,
ভুল মঞ্চে ভুল মানুষের সাথে ভুল অভিনয়ের জন্য।
কান্নার জন্য এটাই তো অনেক।
আবার কেঁদে ফেলুন নিজের অজান্তে অন্যের জন্য।