মানুষ তার নিজের সত্ত্বাকে কিভাবে এভাবে বিলিয়ে দেয়?
আমি অশোভন ভাবে নিজেকে হারাই বারংবার।
নিজের বলতে যেন কিছুই নেই, অনুভব পর্যন্ত হয় না।
চিন্তা-ভাবনা আমার হয় না, তোমার জন্যই ব্যস্ত।
তোমার জন্য অহেতুক কাঁদি, তোমার জন্যই কষ্ট।
কেন জানি খুব পাগলাটে মন, দেখার আকুতি জানায়।
চোখ মেলে হোক বা স্বপ্নেই দেখা তোমার সাথেই মানায়।
আমার আকুতি অবহেলা ঠেলে, তোমার কাছে যায় না।
চোখ খুলে রাখি, ঘুম দূরে রাখি, বার্তা দেখার বায়না।
আমার বাড়াবাড়ি অহেতুক লাগে, ভালবাসাটাই থাক।
তোমার মতই আমি হয়ে যাবো, লাগলে লাগুক অবাক।