মানুষ দুই মুখোশে মুখ লুকিয়ে,
এক মুখে কয় কথা।
নিজের পাল্লা না মিলিলে,
অন্তরে লয় ব্যথা।
চোখের সামনে ভুল করে,
সে ভুলও কয় পরের তরে।
সারা দেশের বিচার করে,
অন্যায় হয় তার নিজের ঘরে।
মানুষ বিখ্যাত হয় গুণ বিলিয়ে,
দোষ মিলিয়ে কুকুরও হয়।
বুকের উপর হাত রেখেও,
মিথ্যে বলে গর্বিত হয়।
দাম্ভিকতায় মুখ গম্ভীরে,
অহংকারী এক প্রতিষ্ঠান তার।
আমি সঠিক, বাকিরা ভুল
এমন নীতির হয় হেডমাস্টার।