"ayn alarab, ayn almuslimun.
কোথায় আরব, কোথায় মুসলমান।"
রক্তের দাগ ইট পাথরে,
ধ্বংসস্তূপে শহীদি লাশ।
বারুদের সামনে বুক পেতে দিয়ে,
যুবকের কন্ঠে উপহাস।
"ayn alarab, ayn almuslimun.
কোথায় আরব, কোথায় মুসলমান।"

অবুঝ শিশুর নিষ্পাপ মুখে,
রক্তেরচাপ দেখতে পাই।
বুকের পাজর চুরমার করে,
প্রতিশোধের ক্রোধ জমাই।
জালিমের হাতে ধ্বংস নগরী,
তার উপরে জায়নামাজ।
তার নিচে বেহেশত খানা,
সেই সুঘ্রাণের পাই আবাস।
ayn alarab, ayn almuslimun.
কোথায় আরব, কোথায় মুসলমান।"


অগ্নি বাতাসে নিশ্বাস থামে,
বোমাতে ভাঙ্গে মায়ের বুক।
এই মরণে শোকের মিছিলে,
জান্নাতি সুখ নেমে আসুক।
কলিজা জ্বলে ধ্বংস দেখে,
কিভাবে মিটাবো ক্ষতর ঋণ।
বিশ্বাস করি ইনশাআল্লাহ,
ফিলিস্তিন আবার হবে স্বাধীন।
"ayn alarab, ayn almuslimun.
কোথায় আরব, কোথায় মুসলমান।"


জিহাদি চেতনা জেগে আছে কত,
অহবানের অপেক্ষায়।
এই মাটি আবার ফিরে পেতে হবে,
মিলিত হবো আল আকসায়।
নারায়ে তাকবির, আল্লাহু আকবার,
নারায়ে তাকবির,  আল্লাহু আকবার।
ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ।
উর্বর ঐ মাটিতে লুকিয়ে শহীদি আবাদ।
ayn alarab, ayn almuslimun.
কোথায় আরব, কোথায় মুসলমান।"

Palestine will be free,
ফিলিস্তিন হবে স্বাধীন।
শহীদের রক্ত বৃথা যাবে না,
বিজয় হবে একদিন।
নারায়ে তাকবির, আল্লাহু আকবার,
নারায়ে তাকবির,  আল্লাহু আকবার।
ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ।
উর্বর ঐ মাটিতে লুকিয়ে শহীদি আবাদ।
ayn alarab, ayn almuslimun.
কোথায় আরব, কোথায় মুসলমান।"