আমার একলা পথটা ভাল ছিল খুব,
প্রতিদ্বন্দ্বী ছিল না।
আমার আবেগে প্রতিভা দিয়ে দিল ডুব,
আমায় সাথে নিল না।
আমার উপরে উঠবার সিঁড়ি কাটলো,
ঘুমহীন দুই চোখ।
আমার থাকা না থাকা এক করে দিলো,
পরিশ্রমী এক লোক।
আমার দেখানো পথে পা বাড়িয়ে,
মুসাফির হল রাজা।
আমার অতীত অবস্থান তুচ্ছ করে,
আমাকে দিল সে সাজা।
আমি ভাগ্যের হাত ছেড়ে দিয়ে শেষে,
হাতে তুলে নিয়েছি কর্ম।
এতদিন পর মনে হলো এসে,
কর্মেই পুনর্জন্ম।