বিভৎস চেহারায় খুদিরাম কথা কয়,
ক্ষমতার চোখে চেয়ে আজ তার নেই ভয়।
পিঠ যদি পিছে এসে ঠেকে যায় দেয়ালে,
সমাজের বড় কীট থাকে না তো খেয়ালে।
অন্যায়ে চুপ থাকা চেহারাটা ফেকাসে,
মুখ চেপে কথা কম, প্রতিবাদে হাত আসে।
কেউ কেউ সুদ খায়, মদ খায় গোপনে,
মরণেতে ভয় নাই, হাত মোছে কাফনে।
প্রকাশ্যে গলাবাজি না শুনে যাবি কই?
ক্ষমতাকে ভয় করে জড়সড় হয়ে রই।
দিন গিয়ে তিন হয়, আদালতে অভিযোগ,
রায় ছাড়া অপরাধী খেটে যায় কারাভোগ।
এই নেতা, ঐ নেতা, তোরা আজ বল কথা,
পদ কিনে ব্যাবসাটা, রাজনীতির এক প্রথা।
ক্ষমতার ভার পেয়ে, নেতা আজ প্রচারক,
ছবি আর ভিডিওতে ফেসবুকে পোস্ট হোক।
মনে মনে সন্ন্যাসী, খুদিরামের মিয়া ভাই,
বিদেশেতে ধনী সে, দেশে তার ঘর নাই।