মুখে হুদাই আওয়াজ তোলে, কলিজায় নাই জোর।
কথার কোটায় তেল রাখিয়া, মাথায় নেশার ঘোর।
চোখে চোখ রাখিবার হয়না সাহস, মনে কিসের ভয়।
নিজে সৎ না হইলে পরের ভাল, কুৎসিত মনে হয়।
কিছু টাকা দিয়া মানুষ কিইনা, সমাজ সেবক অমুক ভাই।
আমরা সবাই তার দলেতে, তার তুলনা নাই।
আমি করলে দোষ হইবো আর, তিনি করলেই মাফ।
আমার বিচার হয় সালিশে, তিনিই রায়ের বাপ।
লোকে সামনে আইলে সালাম ঠোকে, পিছে গেলেই গালি।
আবার মঞ্চে উইঠা ভাষণ শেষে, পাটাইয়া দেয় তালি।
ভোটের আগে জোট হইয়া যায়, চামচা-নেতা-চোর।
জায়গা মত ভোট না দিলে, খবর আছে তোর।
আরো কত নেতাগীরি, নলের দলে থাকবি তুই।
কারণ তোরা চুনোপুঁটি, আমরা হইলাম নদীর রুই।
জনসেবার নামে যাই হোক, আমার খরচ উঠা চাই,
ভোটের পরে শালারপুত তুই, ভোটের আগে ছিলি ভাই।